হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা গাজার এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। খবর ইসরায়েলের।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) ও দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেতকে অভিযান সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।
অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে আইডিএফ এর আগে জানিয়েছিল, শনিবার হামাসের গুরুত্বপূর্ণ এক নেতাকে লক্ষ্য করে তারা আল-রিমাল এলাকায় হামলা চালিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম তখনই জানিয়েছিল যে আবু ওবাইদাই হয়তো লক্ষ্যবস্তু ছিলেন।
হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে ফিলিস্তিনি এই সশস্ত্র সংগঠন বলেছিল, ওই এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বহু বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।
রোববার কাৎজ সতর্ক করে বলেন, গাজার অভিযানের গতি বাড়ার সঙ্গে আবু ওবাইদার সহযোগীদের অনেককেই টার্গেট করা হবে। এটি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার সদ্য অনুমোদিত ইসরায়েলি পরিকল্পনার ইঙ্গিত।
আইডিএফ ও শিন বেত শনিবারের হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানিয়ে বলেছে, শিন বেত ও আইডিএফের গোয়েন্দা বিভাগ যে আগাম তথ্য সংগ্রহ করেছিল, তার ভিত্তিতেই হামাস মুখপাত্রের লুকিয়ে থাকার জায়গা শনাক্ত করা সম্ভব হয়।
আরএইচ