ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
নেপালে নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন

নেপালের তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনকারীরা এবার রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ শুরু করেছেন। কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় মঙ্গলবার এই হামলা চালানো হয়।

 

ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারা উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলের ভৈসেপাটিস্থ বাসভবনে ইট-পাথর নিক্ষেপ করে।  

এছাড়া সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিশ্ব পৌডেলের ভৈসেপাটিস্থ বাসভবনেও পাথর নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেস সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠাস্থিত বাড়িতে পৌঁছালেও, হামলার আগেই তাদের থামিয়ে দেওয়া হয়।

এছাড়া বিরোধীদলীয় নেতা ও সিপিএন (মাওবাদী কেন্দ্র) এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতারের বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে।

প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তরুণ আন্দোলনকারীদের থামানো যাচ্ছে না। তাদের সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ মানুষ।  

গত কয়েকদিনের আন্দোলনে নেপালে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।