ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে সহিংস বিক্ষোভে স্ত্রীসহ সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
নেপালে সহিংস বিক্ষোভে স্ত্রীসহ সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা আহত

নেপালে চলমান তীব্র বিরোধিতাপূর্ণ বিক্ষোভে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা এবং তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভে আহত হওয়ার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

এর আগে, কাঠমান্ডুর বুদ্বানিলকণ্টার দেউবার বাসভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। তাদের বাসভবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।

পরে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর মুখে রক্ত লেগে আছে এবং তিনি আহত অবস্থায় মাঠে বসে রয়েছেন।  

বিক্ষোভকারীরা রাজধানী ও অন্যান্য অঞ্চলে রাজনৈতিক নেতা, মন্ত্রী বাড়ি ও সরকারি ভবনগুলোয় আগুন ধরিয়ে দিয়েছে। সরকার দলের কার্যালয় ও পুলিশ স্টেশনও হামলা চালানো হয়।

দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর শুরু হয় জেন-জি বিক্ষোভ। এই আন্দোলনের ফলে অন্তত ১৯ জন নিহত এবং চারশর বেশি আহত হয়েছেন। প্রজাতন্ত্রের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পদত্যাগ করেন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।