ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের ইইউয়ের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

ইইউয়ের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস এ প্রস্তাব উত্থাপন করেছেন।

 

তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়। আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি। এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টের শেষ হতেই হবে, সব বন্দিকে মুক্ত করা হোক।

যুদ্ধ থামাতে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, এমন সমালোচনার মধ্যেই এমন প্রস্তাব দিল সংস্থাটি।  

তবে ইইউ এমন প্রস্তাব দিলেও ২৭টি সদস্যরাষ্ট্র তাতে একমত হবে কি না তা নিয়ে সংশয় আছে।  

গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ইসরায়েলকে তারা অর্থ দেওয়া বন্ধ করবেন বলে ঘোষণা দেন।  

মঙ্গলবার ইইউয়ের এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী হিডিয়ন সার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।