ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছোট ছেলে বুধবার মায়ের সঙ্গে ব্যস্ত সময় পার করেছেন। তারা প্যাগোডা ও সমাধিতে গিয়েছেন।
সকাল ৭টা সু চি ছেলেকে নিয়ে ইয়াঙ্গুনের সৌদাগর প্যাগোডায় যান এবং তার চাচার আতিথিয়তা গ্রহণ করেন। পরে বিকালে সু চি তার দলে নতুন নারী সদস্যের সঙ্গে বৈঠক করেন।
সু চি যেখানেই গিয়েছেন সাদা পোশাকে পুলিশ এবং একজন নিরাপত্তা রক্ষী ও তার রাজনৈতিক নেতারা সঙ্গে ছিলো।
অ্যারিস মঙ্গলবার ইয়াঙ্গুন আসেন মায়ের সঙ্গে দেখা করতে। গত ১৩ নভেম্বর সু চিকে দীর্ঘ দিনের গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেয় সামরিক জান্তা।
বাংদেশ সময় : ১৮২৩ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০