সিউল: দক্ষিণ কোরীয় দ্বীপে আবারও হামলা করার বিষয়ে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। যুদ্ধ মহড়ার উদ্দেশ্যে কোরীয় দ্বীপপুঞ্জের দিকে মার্কিন নৌযানের অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ সতর্কবার্তা জানায় দেশটি।
একই সঙ্গে গোলা হামলাকে উসকে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া।
দেশটির পক্ষ থেকে বলা হয়, ‘দক্ষিণ কোরিয়া এবং এর মিত্রদের যদি হুশ ফিরে না আসে এবং এ ধরনের আরও সেনা উসকানিমূলক আচরণ করে তাহলে আমাদের সেনাবাহিনী কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দ্বিতীয় ও তৃতীয় বারের মত শক্তিশালী হামলা চালাবে। ’
মূলত রোববার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পীত সাগরে চারদিনব্যাপী নৌ মহড়া শুরুর ঘোষণার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এ হুশিয়ারি দিয়েছে।
এদিকে মহড়াকে সামনে রেখে যুদ্ধ বিমান বহনকারী মার্কিন নৌযান ইউএসএস জর্জ ওয়াশিংটন পীত সাগর অভিমুখে যাত্রা করেছে।
একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সরকার উল্লেখযোগ্যহারে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়।
এর মধ্যে পীত সাগরের পাঁচটি দ্বীপকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং উত্তর কোরিয়ার হুমকির উপযুক্ত জবাব দিতে দেশটির বাজেটের বেশিরভাগই এখানে বন্টন করা হবে বলে ইয়োনহাপ বার্তা সংস্থা সূত্রে জানাগেছে।
মঙ্গলবার থেকে ইয়োনপইয়ং দ্বীপে শুরু হওয়া দুই কোরিয়ার গোলাগুলিতে এ পর্যন্ত দু’জন নৌসেনা ও বেসামরিক নাগরিকসহ মোট চারজন নিহত হন। একইসঙ্গে পাল্টাপাল্টি এ আক্রমণে ১৮ জন আহত হওয়াসহ দ্বীপের ২২ টি ভবন বিধ্বস্ত হয় এবং শত শত বাসিন্দা মূল ভূখন্ডে পালিয়ে যেতে বাধ্য হন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০