ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপীল করবেন। বৃহস্পতিবার সু চির আইনজীবী নায়ান উইন একথা জানান।
নতুন নির্বাচনী আইনের মাধ্যমে এনএলডির নিবন্ধন বাতিল ঘোষণা করে জান্তা সরকার। নিবন্ধন না থাকায় গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেনি সু চির দল।
নায়ান উইন জানান, সু চি দলের নিবন্ধন ফিরে পেতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।
দীর্ঘ ৭ বছর গৃহবন্দী মেয়াদ শেষে গত ১৩ নভেম্বর সুচিকে মুক্ত করে দেয় সামরিক সরকার।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০