সিউল: দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম টেক ইয়াং পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকালে প্রেসিডেন্ট লি মিয়াং বাক তার পদত্যাগ পত্র গ্রহণ করেন।
এর আগে উত্তর কোরিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট জনরোষের কারণে প্রেসিডেন্ট কিমকে পদত্যাগ করতে বলেন।
গত মে মাসে যুদ্ধ জাহাজ ডুবে ৪৬ জন সেনা নিহত হওয়ার পর জনসম্মুখে কিম পদত্যাগের কথা প্রকাশ করেছিলেন। তখন কিম বলেছিলেন, সিউল এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের কারণে প্রেসিডেন্ট তার পদত্যাগ পত্র গ্রহণে সময় নিচ্ছেন।
কিন্তু মঙ্গলবার উত্তর কোরিয়ার গোলা হামলার পর সামরিক ব্যর্থতার কারণে প্রচন্ড জনরোষের মুখে কিমকে পদত্যাগ করতে বলা হলো।
কিম জানান, চুয়াং ওয়া ডি শুক্রবার তার স্থলাভিসিক্ত হচ্ছেন। তবে ডি’র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী মন্ত্রী হতে হলে জাতীয় পরিষদের অনুমোদনের প্রয়োজন হয় না।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০