সিউল: উত্তর কোরিয়া পীত সাগরে সামরিক মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার একথা জানান।
মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ভোর তিনটার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা গেছে। উত্তর কোরিয়া থেকে ওই শব্দগুলো এসেছে।
তিনি জানান, আমরা ধারণা করছি উত্তর কোরিয়া ওই মহড়া চালাচ্ছে। তবে সাগর সীমান্তে কোন প্রান্তে তারা ওই মহড়া চালিয়ে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ওয়াইটিএন টেলিভিশনের উদৃতি দিয়ে সেনা সূত্র জানায়, প্রায় ২০টি কামানের গোলা উত্তর কোরিয়ার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে।
মঙ্গলবার উত্তর কোরিয়ার গোলা হামলায় দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনাসহ চারজন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০