ইউরোপীয় কমিশন শিশুদের জন্য তৈরি বোতলে ব্যবহৃত বিসফেনল-এ নামে এক ধরনের রাসায়নিক নিষিদ্ধ করেছে।
এই রাসায়নিক উপদানটি শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বলে আশঙ্কা করছে কমিশন।
ইউরোপীয় কমিশনের একজন মূখপাত্র জানান, নির্দিষ্ট সময়ের এক মাস আগেই গত বৃহস্পতিবার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটিতে এ বিষয়ক প্রস্তাবটি উপস্থাপিত হয় এবং পাশ হয়।
বিভিন্ন সময় ক্ষতিকর বিসফেনল নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর যুক্তরাষ্ট্র ২০০৯ সালে তাদের নিজেদের বাজারের জন্য তৈরি বোতলে ওই রাসায়নিকটি ব্যবহার নিষিদ্ধ করেছে । যদিও অন্য দেশে বিক্রির জন্য তৈরি বোতলে বিসফেনল ব্যবহার অব্যাহত রেখেছে তারা।
ইউরোপীয় পার্লামেন্ট গত জুনে বিসফেনল ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানায়।
খাদ্য ও পানীয় বহনের জন্য শক্ত এবং স্বচ্ছ বোতল তৈরিতে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৮ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০