স্টকহোম: উইকিলিকসের ওয়েবসাইট শুক্রবার বন্ধ করে দিলে তা পুনরায় সুইজারল্যান্ডের ডোমেইন ব্যবহার করে চালু হয়েছে।
উইকিলিকস এখন উইকিলিকস.সিএইচ (রিশরষবধশং.পয) ওয়েবসাইটে পাওয়া যাবে।
উইকিলিকসের ডোমেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের এভরিডিএনএস.নেট তাদের সেবা প্রত্যাহার করে নিলে বৃহস্পতিবার রাতেই তা বন্ধ হয়ে যায়। হ্যাকাররা এভরিডিএনএস.নেট অন্য নেটওয়ার্কে আক্রমণ করার হুমকি দিলে প্রতিষ্ঠানটি উইকিলিকস বন্ধ দেয়।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার বার্তায় জানায়, তাদের ওয়েবসাইট উইকিলিকস ‘হত্যা’ করা হয়েছে।
উইকিলিকসের আরেকটি ডোমেইন চালুর বিষয়টি নিশ্চিত করে টুইটারে পৃথক বার্তায় জানানো হয়, উইকিলিকস.ওআরজি ডোমেইন বন্ধ করে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এভরিডিএনএস.নেট। তাদের ওয়েবসাইট গণ হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি।
এর আগে উইকিলিকস দাবি করেছিলো, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাসহ অন্যরা তাদের ওয়েবসাইট লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০