ওয়াশিংটন: আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলপত্র মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার প্রকাশ করবেন। রেকর্ড সংখ্যক সেনার মৃত্যু সত্ত্বেও আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত দিকগুলো রয়েছে কৌশলপত্রে।
দুইমাস ধরে ব্যাপক পর্যালোচনার পর ওই কৌশলপত্র তৈরি করা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস্ জানিয়েছেন, কৌশলপত্র তৈরির বিষয়ে সততার পরিচয় রয়েছে। এতে কৌশলের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে।
তিনি আরও জানান, আফগানিস্তানে তালেবান কর্তৃত্ব বন্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর রয়েছে এতে। আলকায়েদা নেতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সাফল্য এবং গত ১৮ মাসে পাকিস্তান সরকারের সঙ্গে সহযোগিতাপূর্ণ অবস্থানের কথা জানিয়েছে হোয়াইট হাউজ ।
কৌশলপত্রে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বর্তমান চ্যালেঞ্জগুলি এবং তা থেকে উত্তরণের পথ সম্পর্কেও উল্ল্যেখ করা হয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৩ ঘণ্টা, ১৬ ডিসেম্বর,২০১০