নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব সোমবার রাতে ভারতে পৌঁছবেন। এ সফরে তার সঙ্গে আসছেন উচ্চ পর্যায়ের মন্ত্রী-আমলা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
নয়াদিল্লি ও মস্কোর মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। এগুলো মধ্যে বেসরকারি পরমাণু জ্বালানি, হাইড্রোকার্বন, মহাকাশ ও প্রতিরক্ষার মতো বিষয়গুলো রয়েছে।
মেদভেদেভকে বহনকারী বিশেষ বিমান সোমবার মধ্যরাতে নয়াদিল্লিতে পৌঁছবে। মঙ্গলবার সকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০