ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটকের পর বোস্টনে হামলাকারী ছোটভাই হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, এপ্রিল ২০, ২০১৩
আটকের পর বোস্টনে হামলাকারী ছোটভাই হাসপাতালে

ঢাকা: বোস্টনে হামলাকারী দুই ভাইয়ের মধ্যে বড়ভাই তামারলান তাসারনেভ (২৬) শুক্রবার পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ছোটভাই জোখার তাসারনেভকেও (১৯) আটক করেছে পুলিশ।

তবে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বোস্টন পুলিশ কমিশনার এড ডেভিস।



এর আগে শুক্রবারের শেষ দিকে বোস্টনের শহরতলি ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে নৌকা থেকে পুলিশ জোখার তাসারনেভকে (১৯) আটক করে।

এদিকে, দ্বিতীয় হামলাকারীকে আটকের খবরে শহরবাসী আনন্দে রাস্তায় নেমে আসেন।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকারীকে আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

আটকের ব্যাপারে পুলিশ কমিশনার ডেভিস সংবাদ মাধ্যমকে বলেন,“হামলাকারীকে ধরতে এর আগে বোস্টন ও ওয়াটারটাউনের সবাইকে ঘরে থাকতে বলা হয়েছিল। কারণ, দ্বিতীয় হামলাকারী সশস্ত্র অবস্থায় ছিল। ”

তিনি বলেন, “দ্বিতীয় হামলাকারীকে অবশেষে একটি নৌকায় রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ”

পুলিশ কমিশনার ডেভিস বলেন, “বোস্টনে ম্যারাথনে দুটি বোমা হামলার এক সপ্তাহ পর হামলাকারীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।   এর আগে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তখন সে আঘাতপ্রাপ্ত হয়েছিল কিনা তা আমার জানা নেই। ”

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীকে আত্মসমর্পনের জন্য বলা হলেও তাসারনেভ আত্মসমর্পণ করতে অস্বীকার করে।

এদিকে, ম্যাসাচুসেটস স্টেট পুলিশের মুখপাত্র ডেভিড প্রোকোপিও সংবাদ মাধ্যমকে বলেন, “নৌকাটিকে টেনে আনতে আমরা রোবট ব্যবহার করি। এ সময় আমরা হেলিকপ্টার থেকে থারমাল ক্যামেরা দিয়ে তাকে পর্যবেক্ষণ করি। তখন তাকে অত্যন্ত দুর্বল মনে হচ্ছিল। খুব সম্ভবত শুক্রবার গোলাগুলির সময় সে আহত হয়েছিল। ”

তিনি বলেন, “তাসারনেভকে আটকের পরপরই পুলিশ হেফজতে নেওয়া হয়। এর পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ”

উল্লেখ্য, সোমবার বোস্টনে ম্যারাথন দৌড়ের সময় দুটি বোমা হামলা হয়। এতে ৩ জন নিহত হন। এর পর ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিনিময়ের সময় এক পুলিশ সদস্য নিহত হন।

এরপর পুলিশ বোস্টন ও এর শহরতলি ওয়াটার টাউনের সব কিছু বন্ধ করে দেয়। এর পর প্রায় ৯ হাজার পুলিশ সদস্য অভিযানে নামে।

এ সময় গোলাগুলিতে বোস্টনে হামলাকারী চেচনীয় নাগরিক দুই ভাইয়ের বড়ভাই তামারলান তাসারনেভ (২৬) মারা যায়। পরে ছোটভাই জোখার তাসারনেভকেও (১৯) রক্তাক্ত অবস্থায় নৌকা থেকে আটক করা হয়।

এই দুইভাই বছরখানেক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিল। ছোটভাই জোখার তাসারনেভকে আটকের মাধ্যমে বোস্টন হামলার আপাত সমাধান হলো।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।