ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানে শক্তিশালী ভূমিকম্পে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার লোক।
স্থানীয় পুলিশ উদ্ধারকারী দল ও নিরাপত্তাবাহিনীর পাশাপাশি উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর ২ হাজার সদস্যও।
শনিবার সকালে এ ঘটনার পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রদেশের লিনকিঅং শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।
ইউএসজিএস-এর তথ্য অনুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্পটি সিচুয়ান প্রদেশের লুশান কাউন্টিতে প্রবল আঘাত হানে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ মাত্রার বলে জানানো হয়। পরবর্তীতে তা ৬ দশমিক ৬ বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।
সিচুয়ানের রাজধানী সেংদু থেকে ১১৫ কিলোমিটার দূরে প্রথমবারের মতো ভূমিকম্পটি অনুভূত হয়।
চীনের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ১৫৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা। ৫ হাজার ৫শ’র অধিক লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ভূমিকম্প উপদ্রুত এলাকায় সবরকমের উদ্ধারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
এছাড়া প্রধানমন্ত্রী কেকিয়াং ভূমিকম্প উপদ্রুত এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো।
সংবাদ মাধ্যমগুলোর ভিডিওচিত্রে দেখা গেছে, ভূমিকম্পের পর উপদ্রুত এলাকার পানি ও বিদ্যুৎ সংযোগসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধসে পড়েছে এসব এলাকার ভবনগুলো। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে সিচুয়ানে ২০০৮ সালের মে মাসে একটি ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায়।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর/আরআর