ঢাকা: বোস্টন বোমা হামলার সন্দেহভাজন বড়ভাই তামারলান তাসারনেভকে ২০১১ সালেই সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
শুক্রবার একটি মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, অজ্ঞাত এক বিদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন অনুরোধের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এফবিআইয়ের একটি সূত্র জানায়, “বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত তামারলান তখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি বলে ঘটনাটি ধামা চাপা দেওয়া হয়। ”
মার্কিন কর্মকর্তারা দাবি করেন, এফবিআইয়ের তখনকার জিজ্ঞাসাবাদ-ই বোস্টন হামলায় তাদের জড়িত থাকার ইঙ্গিত বহন করে।
তবে, ঠিক কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অথবা কোনো নাশকতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা এ ব্যাপারে কিছু জানায়নি গোপন সূত্রটি।
উল্লেখ্য, গত সোমবার বোস্টনের ম্যারাথন প্রতিযোগিতা চলাকালে বোমা হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত ও দেড়শতাধিক ব্যক্তি আহত হয়। বৃহস্পতিবার রাতে ম্যাসাচুসেটসের ইনস্টিটিউট অব টেকনোলজি ও ওয়াটার টাউন জেলার রাস্তায় বিস্ফোরণের ঘটনার জের ধরে পুলিশ সন্দেহভাজন দুই ভাইকে ধাওয়া করে।
এর মধ্যে বড়ভাই তামারলান তাসারনেভ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। ছোটভাই জোখার তাসারনেভকে শুক্রবারের শেষ দিকে বোস্টনের শহরতলি ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে নৌকা থেকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com