ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, এপ্রিল ২০, ২০১৩
টেক্সাসে জরুরি অবস্থা জারি

ঢাকা: টেক্সাসে সারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ঐ এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এছাড়া, টেক্সাস পুনর্গঠনে জরুরি ত্রাণ ও সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।



ওবামার নির্দেশে শুক্রবার রাতে প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ টেক্সাস শহরের পশ্চিমে ত্রাণ বিতরণ শুরু করে।

বুধবার রাতে একটি সারকারখানায় বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়। আগুন ভস্মিভূত হয়ে যায় অনেক ভবন ও স্থাপনা।

ওবামা জানান, টেক্সাস পুনর্গঠনে স্থানীয় গভর্নর জেমস রিচার্ড রিক পেরি ও পশ্চিমের মেয়রকে সার্বিক সহায়তা দেওয়া হবে।

অন্য দিকে, বোস্টনে হামলাকারী দ্বিতীয় সন্দেহভাজন গ্রেফতারের পর স্বস্তি প্রকাশ করেছেন ওবামা। এ হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সহানুভূতিও জানান মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।