ঢাকা: অস্ট্রিয়ার একটি হোটেলের ব্যবস্থাপক টানা চার দিন একটি লিফটে আটকে ছিলেন। লিফটি ত্রুটিপূর্ণ হওয়ায় চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে গেলে আটকে পড়েন তিনি।
অস্ট্রেয়িরার পবর্তদের পাদদেশে অবস্থিত সালজবার্গের বাড গাস্টে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার রুটি সরবরাহকারী এক ব্যক্তি তার কান্না শুনতে পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। রুটি সরবরাহকারী ব্যক্তিটি প্রথম দমকল বাহিনীকে খবর দেন। তিনি হোটেল ব্যবস্থাপকের বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, চার দিন পর শুক্রবার রুটি সরবরাহকারী এক ব্যক্তি লিফটে আটকে পরা ব্যবস্থাপকের কান্না শুনতে পায়।
তবে টানা চার দিন আটক থাকার পরও ৫৮ বছর বয়সী ওই সুইডিশ ব্যবস্থাপকের শারিরীক অবস্থা ভাল রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সুইডিশ সামরিক সংস্থা থেকে নেয়া অনুসন্ধান ও টিকে থাকার প্রশিক্ষণই তাকে বন্দি অবস্থায় টিকে থাকতে সাহায্য করেছে।
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com