ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৪ দিনের বিচারিক রিমান্ডে পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, এপ্রিল ২০, ২০১৩
১৪ দিনের বিচারিক রিমান্ডে পারভেজ মোশাররফ

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ১৪ দিনের বিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি সন্ত্রাস-বিরোধী আদালত।

দেশটির কর্মকর্তারা জানান, শনিবার আদালতে তোলা হলে ক্ষমতায় থাকাকালে বিচারক ‍অপসারণের অভিযোগে সাবেক প্রেসিডেন্টকে দুই সপ্তাহের বিচারিক রিমান্ডে পাঠান আদালত।



মোশাররফের দল ‘অল পাকিস্তান মুসলিম লীগ’র মুখপাত্র মোহাম্মদ আমজাদ সংবাদ মাধ্যমকে বলেন, “আদালত জেনারেল মোশাররফকে দুই সপ্তাহের বিচারিক রিমান্ডে পাঠিয়েছেন। ”

আমজাদ বলেন, “তার বিরুদ্ধে বিচারক অপসারণ ও তাদের পরিবারকে ৬ মাস ধরে গৃহবন্দি রাখার অভিযোগ অস্বীকার করেছেন আমাদের আইনজীবীরা। এটা সম্পূর্ণই অসত্য একটি অভিযোগ। ”

আমজাদ আরও জানান, “পুলিশি রিমান্ডের পরিবর্তে সাবেক প্রেসিডেন্টকে বিচারিক রিমান্ডে পাঠানোর আবেদন জানিয়েছি আমরা, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। এখন আমরা তার মুক্তির জন্য উচ্চ আদালতে আপিল করতে পারবো। ”

এর আগে শনিবার সকালে কঠোর নিরাপত্তা প্রহরার মাধ্যমে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয় সাবেক স্বৈরশাসককে। তবে আদালত প্রাঙ্গণে এলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আইনজীবীদের ধ্বস্তাধস্তি হয়। এ সময় আইনজীবীরা সাবেক সামরিক শাসক মোশাররফের বিরুদ্ধে শ্লোগান দেন।

শুক্রবার সকালে ইসলামাবাদের উপকণ্ঠে চাক শাহজাদের বাগান বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাবেক প্রেসিডেন্টকে। এদিনই আদালতে তোলা হলে দু’দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত থেকে পুলিশ সদরদপ্তরে নেওয়া হলে শুক্রবার রাতটি সেখানেই কাটান মোশাররফ।

তবে, কখন মোশাররফকে আদালত থেকে কারাগারে নেওয়া হবে এ ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, “মোশাররফকে কারাগারে নেওয়া হবে নাকি অন্য কোনো নিরাপদ স্থানে নেওয়া হবে এটা জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর  নির্ভর করছে। ”

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।