ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডেনমার্কে পড়াশোনা

মোহাম্মাদ ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, এপ্রিল ২০, ২০১৩
ডেনমার্কে পড়াশোনা

কোপেনহেগেন: বিদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পরিণত হচ্ছে এক আন্তর্জাতিক মিলনমেলায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চ শিক্ষা গ্রহণে ছুটে আসা শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইউরোপীয় শহরটিতে।



শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর শিক্ষার্থীদের ওপর জরিপ করলে দেখা যায়, ২০০২ সালে যেখানে এ অঞ্চলের ৬২০০ জন শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার প্রথম প্রছন্দ হিসেবে ডেনমার্ককে বেছে নিয়েছে, সেখানে এ সংখ্যা ২০১১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৭,৫০০ জনে।

এ বিষয়ে সবাই জ্ঞাত যে, বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সবচেয়ে জনপ্রিয় দেশ হিসেবে এককভাবে এখন আর যুক্তরাষ্ট্র নেই। বেশ কয়েক বছর থেকে জনপ্রিয়তার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া ও কানাডা। অবশ্য, আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ আগের মতোই যুক্তরাজ্য রয়েছে।

আসল কথা হলো, বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট ডেনমার্ক কখনোই পছন্দের ছিল না এবং এ অবস্থার এখনও কোনরূপ পরিবর্তন হয়নি।

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শীর্ষ দশটি পছন্দের তালিকায় ডেনমার্কের নাম থাকবে না এটা নিশ্চিত। এমনকি শীর্ষ বিশ দেশের মধ্যেও ডেনমার্ক থাকবে কিনা সন্দেহ রয়েছে।

বাংলাদেশি ছেলে-মেয়েরা যখন তাদের পছন্দের দেশে ভর্তি ও ভিসা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছে তখনই এরা ডেনমার্কসহ নিজেদের অপেক্ষাকৃত কম পছন্দের দেশগুলোতে আসার চেষ্টা করে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে পড়ার ইচ্ছে থাকলেও অনেক সময় ভিসা প্রক্রিয়ায় জটিলতার জন্য এসব দেশে যাওয়া সম্ভব হয় না। অতএব, বিকল্প দেশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ডেনমার্ক হতে পারে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পছন্দের দেশ।

ডেনমার্কে যারা উচ্চশিক্ষার জন্য আসতে চান, যদি একটা ভাল আইইএলটিএস স্কোর, জিএমএট বা জিআরই স্কোর থাকে এবং ভাল একাডেমিক গ্রেড থাকে তাহলে ডেনিশ সরকারের স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তারা। এক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অস্ট্রেলিয়া, কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি।

উল্লেখ্য, QS World University Ranking-এ ২০১২-২০১৩ সালের টপ ইউনিভার্সিটির তালিকায় পূর্ব ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে যথাক্রমে, কোপেনহেগেন ইউনিভার্সিটি, ডেনমার্ক; লুন্দ ইউনিভার্সিটি, সুইডেন; ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি, ফিনল্যান্ড; উপ্সালা ইউনিভার্সিটি, সুইডেন এবং অরহুস ইউনিভার্সিটি, ডেনমার্ক।

ডেনমার্কে পড়তে আসতে চাইলে বিস্তারিত জানতে ডেনিশ শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল হোমপেজ studyindenmark.dk এর সহযোগিতা নেওয়া যেতে পারে। এ দেশের শিক্ষা বৃত্তি এবং নানা আনুষাঙ্গিক খরচ জানতে একই হোমপেজের-http://studyindenmark.dk/study-in-denmark/tuition-fees-and-scholarships- লিংকের সহযোগিতা নেওয়া যেতে পারে।

যারা পূর্ব ইউরোপের সেরা ইউনিভার্সিটি তথা কোপেনহেগেন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক, তারা এ ইউনিভার্সিটির অফিসিয়াল হোমপেজ-http://www.ku.dk/English ভিজিট করতে পারেন।

লেখক: প্রেসিডেন্ট ডেনিশ গ্রীনকার্ড অ্যাসোসিয়েশান, ডেনমার্ক

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।