ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন পরবর্তী ইরাকে নির্বাচন চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ২০, ২০১৩
মার্কিন পরবর্তী ইরাকে নির্বাচন চলছে

ঢাকা: ২০১১ সালে মার্কিন সৈন্য ইরাক ছাড়ার পর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে দেশটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



যদিও প্রাদেশিক এই নির্বাচন ইরাকের জাতীয় সরকারকে প্রভাবিত করবে না, তথাপি ২০১৪ সালে সংসদীয় নির্বাচনের জন্য এর ফলাফল অতন্ত গুরুত্বপূর্ণ।

২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর এই প্রথমবারের মতো ইরাকি নিরাপত্তা বাহিনী নির্বাচনের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিনে ইরাকের বিভিন্ন প্রদেশে দফায় দফায় বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় শতাকিত ব্যক্তি। শনিবার নির্বাচনের দিনও এই সংঘর্ষ থেমে নেই।

ব্যাপক সংঘর্ষেও কারণে শিয়া নেতৃত্বাধীন সরকার সুন্নি শাসিত দুই প্রদেশে নির্বাচন বাতিল করে দিয়েছে।

বলা হচ্ছে, সাদ্দাম হোসেনের পতনের পর এই নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পরীক্ষা।

নির্বাচনে প্রায় এক কোটি ৪০ লক্ষ লোক ভোট দিচ্ছে। আর ৩৭৮ টি আসন থেকে প্রার্থী আট সহস্রাধিক।


বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৩
সম্পানা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।