ঢাকা: ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেছেন সমাজবাদী আন্দোলনের বিপ্লবী নেতা প্রয়াত হুগো চাভেজের আস্থাভাজন ব্যক্তি নিকোলাস মাদুরো।
শুক্রবার দেশটির জাতীয় পরিষদের (সংসদে) বিশেষ অধিবেশনে স্পিকার দিওসদাদো ক্যাবেলোর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।
মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের ৬০টি দেশের ৬১ জন প্রতিনিধি ও ১৭টি দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ দূত হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ন্যাশনাল কংগ্রেসের সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ুইঝেন ইমিনবাহা।
ভেনিজুয়েলার সমাজাবাদী আন্দোলনের অন্যতম পুরোধা মাদুরো কালো স্যুট ও লাল টাই পরে শপথগ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের বাইরে অভিনন্দন জানাতে জড়ো হওয়া সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শপথগ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে মাদুরো তার প্রথম বক্তব্যে ১৯৮০ সালের ১৯ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে প্রাপ্ত স্প্যানিশ সাম্রাজ্য থেকে দক্ষিণ আমেরিকান জাতির স্বাধীনতার ইশতেহারের কথা স্মরণ করেন। তিনি তার বক্তব্যে বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপরাইলেসকে সকল ঘৃণা ও বিবাদ ভুলে আলোচনায় বসারও আহ্বান জানান।
সততা আর সরলতার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণের সময় প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের রেখে যাওয়া চৌদ্দ বছরের দাপ্তরিক কার্যাবলির উপর গুরুত্ব আরোপ করেন মাদুরো।
তিনি বলেন, “চাভেজ আমাদের ইতিহাসের কিংবদন্তি। ২০১৩ সালের ১৫ মার্চ যখন তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তিনি আমাদের জন্য রেখে যান একটি স্বাধীন দেশ...। রেখে যান আগামী ১০০ বছরের জন্য একটি জাতীয় পরিকল্পনা। ”
দেশের শান্তি রক্ষায় তার সরকার কাজ করবে অঙ্গীকার করে মাদুরো বলেন, “...চাভেজের সন্তানরা এসো! আমাদের মাতৃভূমিকে গঠন করি। আমাদের ভবিষ্যত তৈরি করি। ”
উল্লেখ্য, গত রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে সামান্য ব্যবধানে বিরোধীদলীয় নেতা হেনরিককে হারিয়ে জয়লাভ করেন তিনি। যুক্তরাষ্ট্র তার সরকারকে স্বীকৃতি না দিলেও ২০১৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন চাভেজ-উত্তর মাদুরো।
বাংলাদেশ ১৫১৯ঘণ্টা, ২০ এপ্রিল,২০১৩
সম্পাদনা : বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর