ঢাকা: ক্রোয়েশিয়ান এক নারী মেরি। তার বন্ধু কানাডিয়ান এক ব্যক্তি।
জোনাথন নামের ওই কানাডিয়ান নিজের প্রতিশ্রুতি রেখেছেন। বোতলে ভর্তি করে পাঠিয়েছেন বান্ধবীর কাছে চিঠি। ২৮ বছর পর ক্রোয়েশিয়ার সমুদ্র তীরে এসে পৌঁছেছে বোতলবদ্ধ চিঠি।
ক্রোয়েশীয় দৈনিক দু্ব্রোভাক ভিয়েসনিক নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আদ্রিয়াটিকের নেরেতভা নদী পরিষ্কর করার সময় সার্ফাররা ভেতরে কাগজসহ একটি আধা-ভাঙা বোতল খুঁজে পায়।
মাতেয়া নামের ২৩ বছর বয়সী এক সার্ফার বোতলটি প্রায় ছুড়ে ফেলতে গিয়ে বোতলের ভেতরে ভেজা কাগজটি দেখতে পান।
কাগজটিতে লেখা ছিল, “মেরি আপনি সত্যিই একজন মহান ব্যক্তি। আশা করি আপনার সঙ্গে যোগাযোগ হবে। আমি বলেছিলাম, আমি লিখব। আপনার চির বন্ধু, জোনাথন, নোভা স্কোটিয়া, ১৯৮৫। ”
নোভা স্কোটিয়া কানাডার পূর্ব উপকূলে অবস্থিত।
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com