ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন ‘হামলাকারী’ আটকে ওবামার স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, এপ্রিল ২০, ২০১৩
বোস্টন ‘হামলাকারী’ আটকে ওবামার স্বস্তি

ঢাকা: অবশেষে বোস্টন হামলাকারীকে আটক করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ধন্যবাদ জানালেন পুলিশকে আর প্রশংসা করলেন শহরবাসীর।



সেই সঙ্গে দুই ভাই কেন এমন সহিংস হামলা চালাল সেটিও যথাযথ তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিলেন ওবামা।

শুক্রবার মধ্যরাতে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিঃসন্দেহে আজ রাতে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা রয়েছে যেমন-আমাদের দেশেই বেড়ে ওঠা এবং আমাদের সম্প্রদায়েরই একাংশ হয়ে অধ্যয়ন করা এ দুটি ছেলে কেন এমন সহিংসতার পথ বেছে নিল?”

কিভাবে তারা হামলার পরিকল্পনা করল এবং পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করল? তাদেরকে কি কেউ সাহায্য করেছিল-প্রশ্ন ওবামার।

ওবামার প্রতিশ্রুতি, “আমরা খতিয়ে দেখব কি ঘটেছিল। তাদের সঙ্গে জড়িতদের সম্পর্কে আমরা তদন্ত করব এবং দেশবাসীকে নিরাপদে রাখতে যা কিছু করা দরকার আমরা তার সবই করব। ”

গত মঙ্গলবার নিউইয়র্কের বোস্টনে ম্যারাথান চলাকালে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে  দুই জন নিহত ও শতাধিক লোক আহত হয়।

সন্দেহভাজনদের ধরতে যুক্তরাষ্ট্রের পুলিশ তল্লাশি চালায়। শুক্রবার ওয়াটার টাউন এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তামারলান (২৬) তাসারনেভ নামে এক যুবক নিহত হয়। ওই দিনেই তামারলানের ছোট ভাই জোখার তাসারনেভকে আটক করে পুলিশ।
 
বাংলাদেশ: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।