ঢাকা: আমাদের সৌরজগতের বাইরে আরো দুটি বসবাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাশূন্য বিষয়ক সংস্থা নাসা।
পৃথিবীর মতোই দেখতে এই দুটি গ্রহ পৃথিবীর চেয়ে খানিকটা বড় এবং ব্যাস প্রায় দেড় গুণ বেশি।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স ম্যাগাজিন’কে গবেষকরা বলেন, “গ্রহ দুটির আবিষ্কার খুবিই উত্তেজনাপূর্ণ”।
গবেষণা দলের প্রধান বিল বোরাকি বলেন, “এরা এ যাবৎকালের সবচেয়ে বেশি বসবাসযোগ্য গ্রহ। ”
এই দুটি গ্রহের নামকরণ করা হয়েছে কেপ্লার-৬২ই এবং কেপ্লার-৬২-এফ।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com