ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবারের বার্মিজ জলোৎসবে নিহত ৩২, আহত ১৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, এপ্রিল ২০, ২০১৩
এবারের বার্মিজ জলোৎসবে নিহত ৩২, আহত ১৯০

ঢাকা: মিয়ানমারে এ বছরের ঐতিহ্যবাহী বার্মিজ নববর্ষ পালনকালে জলোৎসবে ৩২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৯০ জন উৎসব পালনকারী।



শনিবার দেশটির স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বার্মিজ ক্যালেন্ডারের ঐতিহ্যবাহী থিংগিয়ান বর্ষ পালনের জলোৎসবে প্রতিবছরই এ ধরনের হতাহতের ঘটনা ঘটে। তবে এবার সাম্প্রতিক বছরগুলোর তুলনায় খুব কমই অপরাধ হয়েছে বলে ‍দাবি করেছে কর্তৃপক্ষ।

১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জলোৎসব চলাকালে মোট ১৭৭টি অপরাধ হয়েছে। এর মধ্যে খুন, সড়ক দুর্ঘটনা, হাতাহাতি-মারামারি, পকেট-কাটিং ছিল উল্লেখযোগ্য।

তবে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, উৎসবের শান্তি বজায়ে সার্বিক ব্যবস্থাপনা ছিল সরকারের। গত বছরগুলোর তুলনায় অপরাধ কর্মকাণ্ড কম হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।