ঢাকা: সিরিয়ার বিরোধীদের সমর্থনকারী আন্তর্জাতিক সম্প্রদায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে বসতে যাচ্ছে। সিরিয়ার বিদ্রোহীদের আশা, শনিবারের বৈঠকে তাদের বন্ধুরা সহায়তা আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে।
যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও আরবের ১১টি দেশ নিয়ে গঠিত ফ্রেন্ডস অব সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে বসবে ১১টি দেশের প্রতিনিধিরা।
সিরিয়ার সহিংসতা বন্ধে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফ্রেন্ডস অব সিরিয়া। দুই বছর ব্যাপী সহিসংসতায় ৭০ হাজারের বেশি লোক নিহত ও হাজার হাজার লোক ঘরছাড়া হয়েছে।
বিদ্রোহীরা তাদের বিদেশি মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বিদ্রোহীদের সিরিয়ার আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিলেও তারা সামরিক সহায়তা দিতে দ্বিধাগ্রস্ত। তাদের আশঙ্কা, প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে আন্দোলনকে হাইজ্যাক করতে পারে চরমপন্থি শক্তিগুলো।
যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের ১০ কোটি টাকার মরণাস্ত্র নয় এমন জিনিসপত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। আর এ মাধ্যমে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে কাজে লাগে এমন জিনিসপত্র যেমন-বর্ম পেতে যাচ্ছে বিদ্রোহীরা।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com