ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগানবাড়ি সাব-জেল ঘোষণা: গৃহবন্দি থাকবেন মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, এপ্রিল ২০, ২০১৩
বাগানবাড়ি সাব-জেল ঘোষণা: গৃহবন্দি থাকবেন মোশাররফ

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বাগানবাড়িকে সাব-জেল ঘোষণা করেছে দেশটির সরকার। সন্ত্রাস-বিরোধী আদালতের নির্দেশে সাবেক সামরিক শাসককে ১৪ দিনের বিচারিক রিমান্ডে পাঠানোর কয়েকঘণ্টা পর এ ঘোষণা দিল সরকার।



শনিবার বিকেলে চাক শাহজাদের উপকণ্ঠে অবস্থিত মোশাররফের বাগানবাড়িকে সাব-জেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, একজন সহকারি কারা সুপারিনটেন্ডেন্ট ও পুলিশ বাহিনী মোশাররফের বাসভবনের বাইরে অবস্থান করবেন। এই প্রহরী কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্ট ও তার সঙ্গে সাক্ষাৎকারীদের গতিবিধি লক্ষ্য রাখবেন।

এ ঘোষণার ফলে ৬৯ বছর বয়সী মোশাররফ তার ৫ একরের বাগানবাড়ির বাইরে যেতে পারবেন না। নিরাপত্তারক্ষী ও কারা কর্তৃপক্ষের অনুমতি ও পরীক্ষাক্রমে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা।

জানা গেছে, বাগানবাড়িতে থাকাকালে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পাবেন সাবেক প্রেসিডেন্ট।

এর আগে, ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে ৬০ জন বিচারক অপসারণ ও তাদের গৃহবন্দি করার অভিযোগে বৃহস্পতিবার মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ নির্দেশের সময় মোশাররফ স্বশরীরে আদালতে উপস্থিত থাকলেও নাটকীয়ভাবে গা-ঢাকা দেন তিনি। তারপর শুক্রবার সকালে ইসলামাবাদের উপকণ্ঠে চাক শাহজাদের বাগানবাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত মোশাররফকে দুই দিনের ট্রানজিট রিমান্ডে পাঠান।

শুক্রবার রাত ইসলামাবাদের পুলিশ সদর দপ্তরে কাটানোর পর শনিবার সকালে মোশাররফকে একটি সন্ত্রাস-বিরোধী আদালতে তোলা হয়।

মোশাররফের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে পুলিশি রিমান্ডে না পাঠিয়ে ১৪ দিনের বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দেন আদালত।

গত ২৪ ‍মার্চ দীর্ঘ ৪ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে আগামী ১১ মে’র জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে দেশে ফেরেন মোশাররফ। কিন্তু ৪টি সংসদীয় আসনে জমা দেওয়া মোশাররফের মনোনয়নপত্রও বাতিল করে নির্বাচনী আদালত।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।