ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, এপ্রিল ২০, ২০১৩
পরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া

ঢাকা: নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে রাজি হলেও যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছে তা নাকচ করেছে উত্তর কোরিয়া। দেশটি শনিবার জানিয়েছে, তারা পরমাণু অস্ত্র ত্যাগ করবে না।



আলোচনায় বসতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে দু’টি শর্ত বেধে দিয়েছিল উত্তর কোরিয়া। শর্ত দুটি ছিল-উত্তর কোরিয়ার ওপর থেকে জাতিসংঘকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বন্ধ করতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কাছে সোজা-সাপটা ইঙ্গিত চায় যে তারা (উত্তর কোরিয়া) পরমাণু অস্ত্রের কার্যক্রমে ইতি টানবে।

যুক্তরাষ্ট্রের এমন দাবির প্রেক্ষিতেই শনিবার পরমাণু অস্ত্র ত্যাগ না করার কথা জানাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা রোদোং ‍সিনমুন মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার আগে (কোরীয়) উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার কথা যুক্তরাষ্ট্রের ভাবা উচিত নয়। ”

পত্রিকাটি লিখেছে, “ ডিপিআরকে ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা হতে পারে কিন্তু পরমাণু অস্ত্র বিলোপ নিয়ে নয়। ” উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে)।

২০০৯ সালে সহায়তার বিনিময়ে পরমাণু অস্ত্র বিলোপে রাজি হয় উত্তর কোরিয়া। কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে চুক্তি ভঙ্গ করে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালায় দেশটি।
ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোর পর থেকে উত্তেজনা বাড়তে থাকে।

নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর থেকে নানা ধরনের হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়া, জাপান ও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দেয়।

তবে নিজেদের হুমকির ফলঝুড়ির কারণ হিসেবে জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উল্লেখ করেছে দেশটি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।