ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিনকে ওবামার ফোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, এপ্রিল ২০, ২০১৩
পুতিনকে ওবামার ফোন

ঢাকা: আলোচিত বোস্টন হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ভাইয়ের একজন পুলিশের অভিযানে নিহত ও আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই দুই জনই রাশিয়ার অংশ চেচানের নাগরিক।



তারই প্রেক্ষিতে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন দিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়, বোস্টন হামলায় জড়িতদের ধরতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য পুতিনকে ধন্যবাদ দিয়েছেন ওবামা। এছাড়া তিনি পুতিনের সন্ত্রাসবিরোধী মানসিকতারও প্রশংসা করেন।  

বিবৃতিতে আরো বলা হয়,  সন্ত্রাসবিরোধী ও নিরাপত্তা ইস্যুতে ওবামা-পুতিন পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাছাড়া পুতিন বোস্টন হামলার নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।