ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমার ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে: বোস্টন ‘হামলকারী’দের বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, এপ্রিল ২০, ২০১৩
আমার ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে: বোস্টন ‘হামলকারী’দের বাবা

ঢাকা:  বোস্টন হামলার সন্দেহভাজন দুই হামলাকারীর বাবা নিজের ছেলেদের নির্দোষ দাবি করেছেন। তার দাবি, বিশেষ বাহিনীর ফাঁদে পা দিয়েছে তার ছেলেরা।



ভয়েস অব রাশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারফ্যাক্সের এক সংবাদদাতা আনজোর নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। ওই ব্যক্তি তামেরলান ও জোখার তাসেরনায়েভের বাবা।

ইন্টারফ্যাক্সের সংবাদদাতাকে আনজোর বলেন, “টেলিভিশনের মাধ্যমে আমি ঘটনাটি জানি। আমার মতামত হচ্ছে: বিশেষ বাহিনী আমার সন্তানদের ফাঁদে ফেলেছে কেননা তারা মুসলমান রীতি-নীতি পালন করছিল। কেন তারা তামেরলানকে হত্যা করল? তাকে জীবন্ত ধরা যেত। ”

আটক হওয়া ছোট ছেলে জোখারকে নিয়ে শঙ্কিত। তিনি বলেন, “ আমি এখন আমার ছোট ছেলেকে নিয়ে শঙ্কিত...তারা তাকেও গুলি করে হত্যা করবে...”।

গত শুক্রবার ওয়াটার টাউনে অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন তামেরলান (২৬)। ওই দিনই তার ছোট ভাই জোখারকে আটক করে পুলিশ।

তামারলান ও জোখারের বন্ধুরা বলে, “তারা আমেরিকান ছেলেদের মতই পোশাক পরত, খেলত আর চাইত আমাদেরই মতোন হতে। তারা প্রায় এক দশক আগে রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান প্রদেশ থেকে এখানে আসে। ”

প্রতিবেশী আর শিক্ষকদের মতে, তাদের মাঝে মৌলবাদিতার কোনো নমুনা বা কোনো রূপ অস্বাভাবিকতার বহিঃপ্রকাশ চোখে পড়েনি।

এই দুই ভাইকে বোস্টন ম্যারাথনে বোমা হামলা মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে দেখিয়েছে পুলিশ। চেচনিয়ার সঙ্গে যোগাযোগ থাকার যে গুজব ওই দুই ভাইয়ের বিরুদ্ধে উঠেছে তা অস্বীকার করেছে চেচনিয়ার সরকার। প্রজাতান্ত্রিক চেচনিয়ার প্রধান রামজান কেদিরোভের মুখপাত্র আলভি কারিমোভ বলেন, অনেক বছর ধরে তাদের সঙ্গে চেচনিয়ার কোনোভাবেই যোগাযোগ নেই। ”

ইন্টারফ্যাক্সকে আলভি বলেন, “চেচনিয়ার সঙ্গে বোস্টনে বোমা হামলাকারী সন্দেহভাজনদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ”

তিনি আরও জানান, প্রাপ্ত প্রাথমিক তদন্তে জানা গেছে, তাসারায়েভ পরিবার অনেক বছর আগে চেচনিয়া ছেড়ে রাশিয়ার অন্য অঞ্চলে চলে যায়। তারপর কাজাখস্তানে অনেক বছর বসবাস করার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় যেখানে পরিবারের সবাই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায়। ”

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।