ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিতর্কিত সমুদ্রসীমায় চীনের নজরদারি জ়াহাজ়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, এপ্রিল ২০, ২০১৩

ঢাকাঃ শনিবার চীনের দুটি নজরদারি জাহাজ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করেছে। জাপানের কোস্টগার্ড শনিবার এ তথ্য জানিয়েছে।



জাপানি কোস্ট গার্ড জ়ানায়, স্থানীয় সময় দুপুর ১টায় সেনকাকুসের প্রায় ১২ নটিকাল মাইল জোনে মধ্যে প্রবেশ করে নজরদারি জাহাজ দুটি।

জাপানে দ্বীপপুঞ্জটি দিয়াউস নামে পরিচিত। চীন ও জাপান উভয়ই দ্বীপপুঞ্জটিকে নিজের বলে দাবি করে।

গত সেপ্টেম্বরে টোকিও ওই দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপ কিনে নেওয়ার পর থেকে চীনের নজরদারি জাহাজ প্রায় টহল দেয় বিতর্কিত জলসীমায়।

তাইওয়ানও দ্বীপপঞ্জটির ওপর নিজের মালিকানা দাবি করে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২১০৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।