ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘এফবিআইয়ের নজরদারিতে ছিল তামেরলান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, এপ্রিল ২১, ২০১৩
‘এফবিআইয়ের নজরদারিতে ছিল তামেরলান’

ঢাকা: যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন দুই বোমা হামলাকারীর একজন তামেরলান সারনায়েভের ওপর নজরদারি করত দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তার মায়ের দাবি, তামেরলানকে কমপক্ষে তিন বছর ধরে নজরদারিতে রেখেছিল এফবিআই।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন রাশিয়া টুডে’কে জুবেইদাত সারনায়েভা ফোনে সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে জুবেইদাত জানান, তার বিশ্বাস তার ছেলেরা নির্দোষ এবং তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে।

রাশিয়ার দাগেস্তানের একটি এলাকা থেকে সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় ফেরার পর থেকে সেখানেই বসবাস করছেন জুবেইদাত ও তার স্বামী।

শুক্রবার সন্দেহভাজন হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালায়। ম্যাসাচুসেটসের ওয়াটার টাউনে অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন হামলাকারী তামেরলান সারনায়েভ (২৬)। একই দিন তামেরলানের ছোট ভাই জোখারকে (১৯) আটক করে পুলিশ।

ইংরেজিতে দেওয়া ওই সাক্ষাৎকারে জুবেইদাত বলেন, “সে (তামেরলান) প্রায় তিন বছর এফবিআইয়ের ‘নিয়ন্ত্রণে’ ছিল। তারা (এফবিআই) জানত আমরা ছেলে কি করছে, ইন্টারনেটে কোন সাইট ভিজিট করছে। ”

তামেরলান ও জোখারের বাবা আনজোর রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, তার ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে।

ইন্টারফ্যাক্সের সংবাদদাতাকে আনজোর বলেন, “টেলিভিশনের মাধ্যমে আমি ঘটনাটি জানি। আমার মতামত হচ্ছে-বিশেষ বাহিনী আমার সন্তানদের ফাঁদে ফেলেছে কেননা তারা মুসলমান রীতি-নীতি পালন করছিল। কেন তারা তামেরলানকে হত্যা করল? তাকে জীবন্ত ধরা যেত। ”

ওই সাক্ষাৎকারে আনজোরও জানান, এফবিআইয়ের নজরদারিতে ছিল তাদের এক ছেলে।

তিনি রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে বলেন, “আমি বিশ্বাস করি না যে আমরা ছেলেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে এবং তা ঘটিয়েছে। কেননা তারা জানত যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বাহিনীর চোখে চোখে তারা রয়েছে। ”

তিনি অভিযোগ করেন, তারা (নিরাপত্তা বাহিনী) বলত, তোমরা কি খাও, ইন্টারনেটে কি পড় আমরা জানি। তবে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা কিভাবে যোগাযোগ করেছে সেটি স্পষ্ট করেননি আনজোর।

জুবেইদাত রাশিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এফবিআই কর্মকর্তারা তাদের বাড়িতে এসেছিল যখন সে যুক্তরাষ্ট্রে থাকত এবং বলেছিল, তামেরলান ‘একজন চরমপন্থি নেতা এবং তাকে নিয়ে তারা শঙ্কিত’।

তবে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের দাবি, দুই ভাইয়ের ওপর সম্ভাব্য জঙ্গি হিসেবে নজরদারি করা হয়নি। কিন্তু এফবিআই শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালে অন্য দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে তামেরলানকে ২০১১ সালে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, দেশের বা বিদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নমুনা না পাওয়ায় তামেরলান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

এক দশক আগে দাগেস্তান থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার পর চেচনীয় বংশোদ্ভূত এ পরিবারটির ওপর নিরাপত্তা কর্মকর্তাদের নজর ছিল তার প্রাথমিক প্রমাণ এফবিআইয়ের বিবৃতি। তবে জুবেইদাত ও তার স্বামী কবে যুক্তরাষ্ট্র ত্যাগ করে এটি এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।