ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে ১২০ বছর বয়েসী নাগরিকের মৃত্যু

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, এপ্রিল ২১, ২০১৩

রিয়াদ: সৌদি আরবের সবচেয়ে বয়স্ক এবং বিশ্বের প্রাচীনতম পুরুষদের একজন মোহাম্মদ বিন আলী হানাস আল জাহরানী মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১২০ বছর।



তিনি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আল বাহারের বাসিন্দা ছিলেন। তার গ্রামে তিনি ইদ্রিস নামে তিনি পরিচিত ছিলেন।

মৃত্যুর আগে তিনি বহু বছর জার্মান, ব্রিটেন ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেন। বিভিন্ন দেশের ভাষায় কথা বলায় পারদর্শী ছিলেন তিনি।

ইথিওপিয়ার এই নাগরিক তার জীবনের অনেকটা সময় সেখানে কাটিয়েছেন। ইদ্রিস জাপানের জিরোইমন কিমুরার রেকর্ড বুকে বিশ্বের প্রাচীনতম জীবিত ব্যক্তি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস,  অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।