ঢাকাঃ জাপানের দক্ষিণ উপকূলের হংসু দ্বীপে রোববার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় ১২টা ২২ মিনিটে টোকিওর ৬৪৪ কিলোমিটার দক্ষিণে ৪২৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন বিষয়ক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) এ খবর জানিযেছে। তবে ইউএসজিএস কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
টোকিও মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানায়, এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এই ভূমিকম্পে সুনামি কোনো ঝুঁকি নেই।
সংস্থাটি জানায়, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com