ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, এপ্রিল ২১, ২০১৩
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাঃ  জাপানের দক্ষিণ উপকূলের হংসু দ্বীপে রোববার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় ১২টা ২২ মিনিটে টোকিওর ৬৪৪ কিলোমিটার দক্ষিণে ৪২৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

এলাকটি ভূমিকম্প প্রবণ।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন বিষয়ক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) এ খবর জানিযেছে। তবে ইউএসজিএস কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

টোকিও মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানায়, এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এই ভূমিকম্পে সুনামি কোনো ঝুঁকি নেই।

সংস্থাটি জানায়, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।