ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির সেই শিশুটির অবস্থা স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ২১, ২০১৩
দিল্লির সেই শিশুটির অবস্থা স্থিতিশীল

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির অবস্থা এখন ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেয়েটির অস্ত্রোপচার করা হয়েছে।



অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল সুপারইনটেনডেন্ট ডি.কে শর্মা বলেন, “সে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসার প্রতি ভালভাবে সাড়া দিচ্ছে। ”

শর্মা সাংবাদিকদের জানান, মেয়েটির মৃত্যুর কোনো ঝুঁকি নেই । সে সজাগ রয়েছে এবং বাবা-মা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে।

৫ বছরের শিশুর শ্লীলতাহানীর ঘটনায় দিল্লিজুড়ে নতুন করে জন বিক্ষোভ শুরু হয়েছে।   দ্বিতীয় দিনের মতো পুলিশের সদর দফতরের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে দিল্লি পুলিশের কমিশনারকে বহিষ্কার করার দাবি জানাচ্ছে।

ইতোমধ্যে মেয়েটির নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরও তদন্ত করতে দেড়ি করার কারণে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

শনিবার ধর্ষণ মামলার মূল আসামি মনোজ কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

বিহারের মুজাফফরপুর জেলার চিকনাউটা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে মনোজকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ১৫ এপ্রিল বিকাল বেলা খেলতে বের হলে শিশুটিকে তার প্রতিবেশী মনোজ অপহরণ করে। একটি ঘরে আটকে রেখে টানা দু’দিন মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায় মনোজ।   শিশুটিকে মৃত ভেবে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় মনোজ।

অপহরণের ৪৮ ঘণ্টা পর শিশুটির কান্না আর চি‍ৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকটস্থ হাস্পাতালে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে এআইআইএমএস-এ চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনাটির শিকার শিশুর মা জানান শিশুটি ১৫ এপ্রিল বাড়ির বাইরে খেলতে যায় কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসায় তিনি উদ্বিগ্ন হয়ে পরেন। তার মতে, আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে সে নিখোঁজ হয়।

স্বাস্থ্য মন্ত্রী গোলাম নাবি আজাদ শনিবার সকালে শিশুটির সঙ্গে দেখা করেছেন।

পুলিশি তদন্তে জানা গেছে, মনোজ প্রায় পনের বছর আগে তার বাবার সঙ্গে দিল্লিতে আসে। সে তখন বিভিন্ন পোশাক তৈরীর কারখানায় দিন মজুরের কাজ করত।

উল্লেখ্য, বিনা অনুমতিতে রাজধানীর গান্ধি নগরে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত মনোজকে এক মাস সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হয়েছিল।

বাংলাদেশ:  ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।