ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাপাচার রোধে সামষ্টিক পদক্ষেপ দরকার: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, এপ্রিল ২১, ২০১৩
পাপাচার রোধে সামষ্টিক পদক্ষেপ দরকার: মনমোহন সিং

ঢাকাঃ পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ঘটনার নিন্দা জানিয়েছে, ধর্ষণের মতো পাপাচারগুলো সমাজ থেকে নির্মূলে সামষ্টিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

সিভিল সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “শিশুটির ওপর এই পৈশাচিক নির্যাতন আমাদের মনে করিয়ে দেয় যে এসব দুষ্কর্ম নির্মূল করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের দেশের নারীদের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। ”

গত ১৫ এপ্রিল পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নারী ও মেয়েদের নিরাপত্তার দাবিতে দিল্লিরবিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

গত ১৫ ডিসেম্বরে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীকে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়। ওই ঘটনার পর দিল্লিসহ ভারতজুড়ে নারীদের নিরাপত্তা বৃদ্ধির দাবি আন্দোলন শুরু হয়। জীবনের সঙ্গে যুদ্ধে করে অবশেষে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায়। ওই ধর্ষণের মামলার বিষয়টি নিষ্পত্তি হতে না হতেই ধারাবাহিক বিরতিতে দিল্লিতে হচ্ছে একের পর এক ধর্ষণের ঘটনা।

প্রধানমন্ত্রী বলেন, “বিক্ষোভে সাধারণ জনগনের উদ্বেগ ও সংবেদনশীলতার প্রয়োজন উদ্ভাসিত হয়েছে। ”

তিনি আরো বলেন, “তিনি ও তার সরকার নারীর বিরুদ্ধে অপরাধ মোকাবেলা করতে দ্রুততার সঙ্গে আইনকে শক্তিশালী ও কার্যকর করেছে। ”

দিল্লির চলন্ত বাসে ওই গণধর্ষণের ঘটনার পর জনআন্দোলনের মুখে সম্প্রতি নারী নির্যাতন ও যৌন নিপীড়ন সম্পর্কিত আইন সংস্কার করেছে ভারত সরকার। অপরাধীদের শাস্তিও কঠোর করা হয়েছে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, “দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবাইকে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ:  ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১,২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।