ঢাকা: বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী জোখার সারনায়েভের(১৯) অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ম্যাসাচুসেটস গর্ভনর ডিভাল প্যাট্রিক জানিয়েছেন। তিনি বলেন, “তার অবস্থা গুরুতর তবে ‘স্থিতিশীল’।
গলায় আঘাত পাওয়ায় তিনি কথা বলতে পারছেন না বলে জানান তিনি।
প্যাট্রিক বলেন, আমার ধারণা তার বর্তমান শারীরিক অবস্থায় তিনি কথা বলার অনুপযুক্ত। জোখার বর্তমানে বোস্টন হাসপাতালে সামরিক পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে তাকে একটি নৌকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হামলায় অপর অংশগ্রহনকারী তার বড়ভাই তামারলান তাসারনেভ (২৬) শুক্রবার পুলিশের গুলিতে নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর