ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিদ্রোহীদের ২৫ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, এপ্রিল ২১, ২০১৩
বিদ্রোহীদের ২৫ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: সিরিয়ার বিদ্রোহীদের ২৫ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রোববার এ ঘোষণা দেওয়ার সময় তিনি আরও জানান, ওয়াশিংটন সিরীয় বিদ্রোহীদের মরণাস্ত্র নয় এমন যুদ্ধাস্ত্র সরবরাহেরও সিদ্ধান্ত নিয়েছে।



ইস্তাম্বুলে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনদাতা ১১টি দেশের গোষ্ঠী ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র বৈঠকের একদিন পরেই এ ঘোষণ‍া আসল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি বিবৃতিতে উল্লেখ কর‍া হয়েছে, খাদ্য ও চিকিৎসা সামগ্রী ছাড়াও এই অর্থের কিছু অংশ ব্যয় হবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শক্তি বাড়াতে মরণাস্ত্র নয় এমন অস্ত্র কিনতে।

মরণাস্ত্র নয় এমন সামরিক যন্ত্রাংশের মধ্যে বর্ম, সাজোয়া যান, রাতে দেখা যায় এমন যন্ত্রাংশ ও যোগাযোগের মাধ্যম রয়েছে।

ইস্তাম্বুল বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের পদক্ষেপ বাড়ানোর জন্য প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। ”

প্রেসিডেন্ট বারাক ওবামা আসাদ পরিবর্তী সিরিয়াকে গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ হিসেবে দেখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

কেরি দাবি করেন, বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

শনিবার ফ্রেন্ডস অব সিরিয়ার ১১টি দেশের শীর্ষ কূটনীতিকরা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা আসাদকে হুঁশিয়ারি দেন যে বিরোধীদের প্রতি বিদেশি সহায়তা বাড়বে যদি তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টাকে অবজ্ঞা করা অব্যাহত রাখেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দুই বছরব্যাপী সহিংসতায় ৬০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।