ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তার মধ্যে লন্ডন ম্যারাথন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, এপ্রিল ২১, ২০১৩
কঠোর নিরাপত্তার মধ্যে লন্ডন ম্যারাথন শুরু

ঢাকা: যুক্তরাষ্ট্রের বোসন ম্যারাথনে বোমা হামলার পর কঠোর নিরাপত্তার মধ্যে যুক্তরাজ্যের লন্ডন শহরে ম্যারাথন শুরু হয়েছে। ম্যারাথন শুরু হওয়ার আগে স্টার্ট লাইনে দাঁড়িয়ে দৌঁড়বিদরা নীরবতা পালন করেন।

লন্ডন সময় সকাল ১০ টায় ম্যারাথন শুরুর আগে ৩০ সেকেন্ডের নীরবতা পালন করেন প্রতিযোগিতার আয়োজনকারী, অংশগ্রহণকারী ও দর্শকরা।

যুক্তরাষ্ট্র সময় গত সোমবার (বাংলাদেশ মঙ্গলবার) বোস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় তিন জন নিহত ও কমপক্ষে দেড় শতাধিক লোক আহত হয়।

হামলার শিকারদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে প্রায় ৩৬ হাজার দৌঁড়বিদ, অ্যাথলেট ও তহবিল সংগ্রাহক কালো ফিতা পরিধান করে।

লন্ডন ম্যারাথনে যত জন ফিনিশিং লাইন শেষ করবে মাথাপিছু দুই ডলার করে বোস্টন হামলার শিকারদের সহায়তার জন্য গঠিত ওয়ান ফান্ড বোস্টনে দেওয়া হবে।

প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের ব্যাগের চারপাশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে ম্যারাথনের ব্যাগেজ ব্যবস্থাপনা বিষয়ক এক ব্যবস্থাপক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।