ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হামলার পর বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিলেন জোখার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, এপ্রিল ২১, ২০১৩
হামলার পর বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিলেন জোখার

ঢাকা: বোস্টন হামলার অন্যতম আসামি জোখার সারনায়েভ (১৯)। শনিবার কয়েকঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সংকটাপন্ন অবস্থায় তাকে আটক করা হয়।

তিনি এখন চিকিৎসাধীন আছেন।

এদিকে আটকের পর ক্রমশ সারনায়েভ সম্পর্কে নানা তথ্য বের হয়ে আসছে।  

সারনায়েভ যে কলেজে পড়ত সেই কলেজ কর্তৃপক্ষ জানায়, হামলার পর  তাকে (সারনায়েভ) বেশ শান্ত ও স্থির বলেই মনে হয়েছিল। তিনি কন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়ে হৈ-হুল্লোড়, আনন্দ-ফুর্তি ও গান করে।

কর্তৃপক্ষ জানায়, অন্যান্য দিনের মতো হামলার পরও সে কলেজে স্বাভাবিক সময় কাটায়। তিনি যে বোস্টনে ভয়াবহ হামলা ঘটিয়ে এসেছেন তা তাকে দেখে বোঝার উপায় ছিল না।  

কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯ বছর বয়সী জোখার কলেজে বেশ শান্ত শিষ্ট হিসেবেই পরিচিত। তিনি ভালো ফুটবল খেলতেন। গান করতেন। কিন্তু কেন তিনি এই হামলা করেছেন তা আমাদের বোধগম্য নয়।

এদিকে নিউইয়র্ক পোস্ট এক প্রদিবেদনে বলে, জোখার পার্টিতে যাওয়ার আগে টুইটার বার্তায় জানায় ‘আমি চাপমুক্ত একজন ছেলে। ’ তারপর তিনি পার্টিতে বন্ধুদের সঙ্গে মজা করেন। ওই পার্টিতে তার কয়েকজন ফুটবল খেলার বন্ধুও যোগ দেয়।

দিজোখারের সহোদর তামারলেন সারনেভও (২৬) এই হামলার সঙ্গে জড়িত ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে জানানো হয়। সারনেভ শুক্রবার সকালে পুলিশের গুলিতে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।