ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় ১০ বছরের শিশু ধর্ষিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, এপ্রিল ২১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): দিল্লিতে পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় সারা দেশে যখন বিক্ষোভের আগুন জ্বলছে তখন ফের আরেক কলঙ্ক জনক ঘটনা ঘটল ত্রিপুরায়।

রাজ্যে ধর্ষিতা হল দশ বছরের এক শিশু ।



অভিযোগের তীর সত্তর বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

রাজধানীর পশ্চিম কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে লঙ্কামুড়া গ্রামের এই শিশু বাড়ির পাশের জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও তার কোন খোঁজ মেলেনি। সন্ধ্যায় তার বাড়ির লোকজন খোঁজ খবর শুরু করলে শেষ পর্যন্ত ঐ জঙ্গলেই শিশুটিকে খুঁজে পাওয়া যায়।

সে তার বাড়ির লোকদের জানায় পাড়ার এক ব্যক্তি তার উপর নির্যাতন চালিয়েছে। পরে বাড়ির লোকেরা পাড়ার পাচুরাম বিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

শনিবার রাতে পুলিশ সত্তর বছর বয়সী পাচুরাম বিনকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে তোলা হয়।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ রাজ্যবাসী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা
তন্ময়/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।