ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৫ বছরের শিশুকে ধর্ষণের নিন্দায় বলিউড তারকারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, এপ্রিল ২১, ২০১৩
৫ বছরের শিশুকে ধর্ষণের নিন্দায় বলিউড তারকারা

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অমিতাভ বচ্চন ও শাবানা আজমি, করন জোহরসহ বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী।

অমিতাভ বচ্চন ওই ঘটনাকে ‘পাশবিক ও বাজে’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, যারা এ ধরনের কাজ করে তাদের জনতার হাতে তুলে দেওয়া উচিত।

শিল্পা শেঠি বলেন, কখন এই অরুচির শেষ হবে! জেগে ওঠার সময় এসেছে। খুব শিগগিরই এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। ”

ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে পরিচালক করন জোহর বলেছেন, তিনি বেদনাহত ও ক্ষুব্ধ। তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা কি সরকারিভাবে একটি বর্বর জাতি? নৈতিকতার কি বিলোপ হয়েছে?”

শাবানা আজমি টুইট করেছেন, দিল্লি পুলিশের বিরুদ্ধে রাগ আর ক্ষোভ যৌক্তিক।

শ্রীদেবি বলেছেন, এ ধরনের অপরাধ সংগঠনকারীদেরকে সরকারের কঠোর শাস্তি দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।