ঢাকা: বোস্টন হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক জোখার সারনেভকে জিজ্ঞাসাবাদ করবে যুক্তরাষ্ট্রের শীর্ষ তদন্তকারী দল। হামলার ‘মোটিভ’ উদঘাটনের লক্ষ্যেই জোখার সারনেভকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে গুরুতর আহত অবস্থায় আটক করা হয় সারনেভকে। তিনি এখন সশস্ত্র বাহিনীর অধীনে বোস্টন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সারনেভের অবস্থা এখনও শংকামুক্ত নয়। অবস্থা কিছুটা স্থিতিশীলতার দিকে গেলে ভয়াবহ ওই হামলা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তকারীরা ইতোমধ্যেই সারনাভের সঙ্গে কোন ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখছে। গত বছর ডিসেম্বরে ভাইকে নিয়ে ছয় মাসের জন্য চেচেন যান সারনায়েভ। এই ভ্রমন বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। প্রসঙ্গত রাশিয়ার অংশ চেচেনের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান।
বোস্টন গভর্ণর বলেন, বেঁচে থাকা তরুণের কাছে আমাদের অনেক কিছু জানার আছে। তাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৩
সম্পদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর