ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, এপ্রিল ২১, ২০১৩
ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ

ঢাকা: ব্রিটেনের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় দৈনিক সানডে টাইমস। ২০১৫ সালের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন আলিশার উসমানোভ।

শিল্পপতি আলিশার আর্সেনাল ফুটবল ক্লাবের ৩০ শতাংশ শেয়ারের মালিক।

আজ প্রকাশিত তালিকানুযায়ী ৫৯ বছর বয়সী এই ব্যক্তি ১৩.৩০ বিলিয়ন পাউন্ডের মালিক।

প্লাস্টিক ব্যাগ তৈরী থেকে তার ব্যবসা শুরু হয়। একাধারে তিনি রাশিয়ার সবচেয়ে বড় আকরিক লোহা উত্পাদনকারী প্রতিষ্ঠান মেটালোইনভেস্ট, সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানী এবং মেগাফোন মোবাইল অপারেটরের মালিক।

দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ার বংশোদ্ভূত ওয়ার্নার মিউজিকের মালিক লেন ব্লেভেটনিক। তার সম্পদের পরিমান ১১.০০ বিলিয়ন পাউন্ড।

এদিকে, ৮ বছর ধরে তালিকায় শীর্ষে থাকা ইস্পাত ব্যবসায়ী লক্ষী মিত্তল এবার ৪র্থ স্থানে নেমে এসেছেন। তিনি এখন ১০.০০ বিলিয়ন পাউন্ডের মালিক।

১৯৮৯ সাল থেতে সানডে টাইমস এই তালিকা প্রকাশ করে আসছে। রোববারের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, ব্রিটেনে ধনী ব্যক্তির সংখ্যা আগের চেয়ে দশ গুণ বেড়েছে।

তালিকানুসারে, ব্রিটেনে শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমান প্রায় ৪৫০ বিলিয়ন ইউরোর সমান।

ব্রিটেনের শীর্ষ বিশ ধনী:

১. আলিশার উসমানো্ভ
২.   লেন ব্লাভাটনিক
৩. শ্রী এবং গোপি হিন্দুজা
৪.  লক্ষ্মী মিত্তাল
৫.  রোমান আব্রামোভিচ
৬. জন ফ্রেডিকসন
৭. ডেভিড এবং সিমন রিবেন
৮. দ্য ডিউক অব ওয়েস্টমিনিস্টার
৯. আর্নেস্ট এবং ক্রিস্টি বার্টারেলি
১০. গ্যালেন এবং জজ্য ওয়েস্টন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৩
সম্পদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।