ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন হামলাকারীর অপেক্ষায় মার্কিন আইনজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, এপ্রিল ২২, ২০১৩
বোস্টন হামলাকারীর অপেক্ষায় মার্কিন আইনজীবীরা

ঢাকা: বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী সন্দেহভাজন আটক জোখার সারনায়েভের (১৯) বিরুদ্ধে প্রাপ্ত সব ধরনের অভিযোগ নিয়ে প্রস্তুত হচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা।

যদি তার বিরুদ্ধে মানুষ হত্যার কাজে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয় তবে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।



গলায় গুলিবিদ্ধ সারনায়েভ বর্তমানে বোস্টন হাসপাতালে সামরিক পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হামলার কোন কারণ জানতে পারেনি পুলিশ।

এদিকে একটি সূত্র জানায়, সারনায়েভ মুখে কিছু বলতে না পারলেও লিখিত আকারে প্রশ্নের উত্তর দিচ্ছেন।

তবে এফবিআই’র বোস্টন ফিল্ড অফিস বা বোস্টন পুলিশ বিভাগ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এ বিষয়ে বোস্টন মেয়র সংবাদ মাধ্যমকে বলেন, “তাকে (সারনায়েভ) আমরা আদৌ কোন প্রশ্ন করতো পারবো কিনা জানি না। ”

এর আগে গত রোববার কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, তিনি হাতে লিখে উত্তর দিচ্ছেন। তাকে হামলা এবং অন্যান বিস্ফোরক সর্ম্পকে প্রশ্ন করা হচ্ছে বলে জানায় সংবাদমাধ্যমগুলো।

গত শুক্রবার বিকেলে তাকে একটি নৌকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতে আটক হামলাকারী জোখার সারনায়েভ (১৯), বড় ভাই তামারলান সারনায়েভকে (২৬) হত্যা করেছেন।

উল্লেখ্য, গত সোমবার বোস্টন ম্যারাথন দৌড়ে বোমা হামলায় আট বছরের একটি শিশু ও দুই নারী সহ তিনজন নিহত হন। এছাড়া আহত হওয়া ১৮০ জনের মধ্যে ১৩ জন তাদের কোন না কোন অঙ্গ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২১০৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।