ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে আট তুর্কি নাগরিক ও এক আফগান পাইলটসহ একটি হেলিকপ্টার আটক করেছে তালেবান জঙ্গিরা।
সোমবার প্রদেশের গভর্নর হামিদুল্লাহ হামিদের বক্তব্যের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো “রোববার শেষ রাতে খোশত প্রদেশ থেকে কাবুলের উদ্দেশ্যে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহকারি বাহিনীর (ইসাফ) জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য নেওয়ার সময় লোগার প্রদেশের আজরা জেলায় পৌঁছলে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণে বাধ্য করে তালেবানরা।
ইসাফের মুখপাত্র জন ম্যানলি জানিয়েছেন, “পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে একটি বেসরকারি হেলিকপ্টার বন্দি করা হয়েছে এবং হেলিকপ্টার ও এর যাত্রীরা ইসাফের মিত্র ছিল। ”
অন্য দিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “তালেবানদের হাতে তুর্কি নাগরিকদের জিম্মি করার বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। ” এ ব্যাপারে ইসাফ ও ন্যাটোর বিবৃতির অপেক্ষা করা হচ্ছে বলেও জানায় তুর্কি পররাষ্ট্র দপ্তর।
তবে হেলিকপ্টারটিকে কীভাবে অবতরণে বাধ্য করা হলো সে সম্পর্কে কিছু জানায়নি সংবাদ মাধ্যম।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের লোগার জেলাটি তালেবান নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর