ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হয়ত আর কথা বলতে পারবে না জোখার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, এপ্রিল ২২, ২০১৩
হয়ত আর কথা বলতে পারবে না জোখার!

ঢাকাঃ জোখার সারনায়েবের কাছে নানা প্রশ্নের উত্তরের অপেক্ষা রয়েছে যুক্তরাষ্ট্রবাসী। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সামরিক বাহিনীর জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তার অপেক্ষা রয়েছেন জোখারকে পশ্ন করার জন্য।



জোখারের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতিও চাল্লাচ্ছেন আইনজীবীরা। সুস্থ হয়ে উঠলে মার্কিন কর্মকর্তারা প্রশ্ন করবেন জোখারকে, কিন্তু সে হয়ত উত্তর দিতে পারবে না। চিরদিনের জন্য বাকশক্তি হারাতে পারে জোখার! এমনই আশঙ্কা করা হচ্ছে।

গলায় ও জিহ্বায় গুলি লাগায় বাকশক্তি হারাতে পারে সে।

শুক্রবার ১৯ বছর বয়সী জোখারকে পায়ে ও গলায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। পুলিশি পাহারা হাতকড়া পড়া অবস্থায় হাসপাতালের চিকিৎসা চলছে তার।

তার অবস্থা গুরুতর। তার শ্বাস নেওয়ার জন্য শ্বাসনালীতে নল ঢুকানো হয়েছে।

বোস্টনের মেয়র টম মেনিনো বলেন, “আমরা জানিনা, তাকে জবাবদিহি করতে পারব কিনা। ”

পুলিশ এখনও নিশ্চিত না যে তাদের গুলিতে নাকি জোখার নিজেই নিজেকে নৌকায় লুকিয়ে থাকা অবস্থায় মুখে বন্দুক ঢুকিয়ে গুলি করেছে।

বোষ্টন পুলিশ কমিশনার ডেভিস বলেন, “এটা বোঝা কষ্টকর যে তার গলায় কিভাবে গুলির আঘাত লাগলো, কিন্তু আমরা বিষয়টি খতিয়ে দেখছি”।

ডেভিস আরো বলেন, “আমার বিশ্বাস আরো ধ্বংসাত্মক কর্মকান্ড ঘটানোর জন্য ইতিমধ্যে তারা আরো বিস্ফোরক উত্পাদন করেছিলো। ”

গত ১৫ এপ্রিল বোস্টনে বোমা হামলার দিত্বীয় সন্দেহভাজন জোখার তাসেরনায়েভকে ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান, ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।