ঢাকা: এবার যুক্তরাষ্ট্রের বন্দর শহর সিয়েটলের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলিতে গুলিতে ৫ জন নিহত হয়েছে।
সোমবার সকালে সিয়েটলের স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ন’টার দিকে ফেডারেল ওয়ে শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে গোলাগুলির খবর দিয়ে পুলিশের কাছে জরুরি ফোন আসে।
ফেডারেল ওয়ে পুলিশের মুখপাত্র ক্যাথি শ্রক বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে অনেক গোলাগুলি হয়। ”
তিনি জানান, “গোলাগুলির পর পুলিশ একটি অ্যাপার্টমেন্টের নিচে থেকে একজনের মৃতদেহ এবং পার্কিং প্লেস থেকে আরেকজনের মৃতদেহ উদ্ধার করে। ”
পুলিশ জানায়, কমপ্লেক্সে অভিযান চালিয়ে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ছিলেন।
তবে ঠিক কী কারণে এই গোলাগুলি হয়েছে বা কারা এটার সঙ্গে জড়িত এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।
শ্রক জানান, “আমরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছি এবং এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পেয়ে যেতে পারি। হয়তো দুর্ভাগ্যজনকভাবে আমরা আরও কোনো হতাহত ব্যক্তিকে উদ্ধার করতে পারি। ”
উল্লেখ্য, ওয়াশিংটন রাজ্যের কিং কাউন্টির সিয়েটল সমুদ্র বন্দরের ২০ কিলোমিটার দক্ষিণে ফেডারেল ওয়ে শহরের অবস্থান।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com