ঢাকা: অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পন ও তার স্বামী জিম টথকে গ্রেফতার করার পর ছেড়ে দিয়েছে আটলান্টা পুলিশ।
মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে রিজ উইদারস্পনের স্বামী জিম টথকে আটলান্টা পুলিশ গ্রেফতার করে।
স্বামীকে গ্রেফতার করায় তিনি পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। পুলিশি নির্দেশ না মানায় তাকেও গ্রেফতার করা হয়।
ভ্যারেইটি সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ উইদারস্পনকে গাড়ির ভেতরে বসে থাকতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু তিনি তা মানেননি।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “জানালা দিয়ে হাত বের করেন উইদারস্পন এবং বলেন তিনি বিশ্বাস করেন না, আমি সত্যিকারের পুলিশ। ”
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “রেগে গিয়ে উইদারস্পন বলেন, তুমি আমার নাম জান। আমি উত্তরে বলি না। আপনার নাম জানার প্রয়োজন নেই আমার। ”
পরে অবশ্য শর্তসাপেক্ষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
দুর্ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছেন ২০০৫ সালে ‘ওয়াক ইন দ্য লাইন’ চলচিত্রে অভিনয়ের জন্য অস্কার জয়ী এ অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com